গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” উদযাপন


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”প্রতিপাদ্যো গাজীপুরে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজন আজ (১৮ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির,এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাছেম বিল্লাহ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবী, মৎস্য খাদ্য উৎপাদনকারী/ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনসহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ৩ ব্যক্তিকে জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে।
পরে ভাওয়াল রাজদীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।