নীলফামারী সরকারি ক‌লেজ ছাত্রদ‌লের আহ্বায়ক র‌ক্সি, সদস‌্য স‌চিব রানা

আপডেট: August 18, 2025 |
inbound4083738143097391575
print news

তানিয়া শবনম, কলেজ প্রতিনিধি: নীলফামারী সরকারি ক‌লেজ ছাত্রদ‌লের আহ্বায়ক র‌ক্সি, সদস‌্য স‌চিব রানা

নীলফামারী সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক হ‌য়ে‌ছেন পা‌য়েলুজ্জামান র‌ক্সি এবং সদস‌্য স‌চিব হয়েছেন রইসুল ইসলাম রানা।

গত ১৪ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক সই করা এক বিজ্ঞপ্তির মাধ‌্যমে ১১ সদ‌স্যের আহ্বায়ক ক‌মি‌টির ঘোষণা করা হয়।

ক‌মি‌টিতে সি‌নিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন ফিরোজ আহমেদ সৈকত, যুগ্ম আহবায়ক হয়েছেন ম‌শিউর রহমান মি‌হির, রা‌কিবুল ইসলাম রা‌কিব, বুলেট ইসলাম।

এছাড়া ক‌মি‌টি‌টিতে অন‌্যান‌্য সদস‌্যরা হলেন রায়হান চৌধুরী, শাহীন আলম সাগর, নাইম ইসলাম, মেহেদী হাসান, ক‌্যাব‌লিয়ান হাসান সোহাগ।

এদিকে আহ্বায়ক ক‌মি‌টি নিয়ে নীলফামারী সরকা‌রি ক‌লেজের অধ‌্যক্ষর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেন নেত্রীবৃন্দ।

আহবায়ক রক্সি বলেন, “আমাদের উপর জেলা ছাত্রদ‌লের নেত্রীবৃন্দ যে আস্থা রেখেছেন এবং আমাদের যে প‌বিত্র দা‌য়িত্ব দিয়েছেন, আমরা তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এ বিষয়ে সকলের সহযো‌গিতা কামনা কর‌ছি।”

সদস‌্য স‌চিব রইসুল ইসলাম নয়ন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের আস্তার জায়গাকে আরও ব‌লিষ্ঠ করা ও ত‌্যাগী প‌রিশ্রমী সাহসী যোগ‌্য নেতার দ্বারা কলেজের পরবর্তী নেতৃত্ব গঠন করাই আমাদের প্রধান কাজ।

এর মাধ‌্যমে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শ‌ক্তিশালী ক‌রে এদেশের মানুষের মু‌ক্তির পথককে সুগম করবে নীলফামারী সরকা‌রি কলেজ ছাত্রদল।”

Share Now

এই বিভাগের আরও খবর