জয়পুরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট: August 18, 2025 |
inbound6317880007873287287
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালী,  আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সেখান থেকে একটি রর‍্যালী শুরু হয়ে সার্কিট হাউস চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, মৎস্যচাষী আনোয়ার হোসেন প্রমুখ।

মৎস্যচাষে বিশেষ অবদানের জান্য জাকস ফাউন্ডেশনকে এবং ৫ জন মৎস্যচাষীকে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর