বেরোবিতে অনশনে অসুস্থ দুই শিক্ষার্থী

আপডেট: August 18, 2025 |
inbound7786914100465830438
print news

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ দুই জন।

অসুস্থরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মাহিদ ইসলাম।

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১ টায় এ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন৷ তাদের দুইজনকে স্যালাইন দেওয়া হয়েছে৷

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসার সহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ছাত্র সংসদের ব্যাপারে যে কমিটি গঠন করা সে কমিটি আমাদের কাছে ১০ দিনের সময় চেয়েছে। তোমরা চাইলে ১০ দিন দেখতে পারো।

এদিকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অনশনরত শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা এমন আশ্বাস অনেক পেয়েছি আর না।

আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, রোববার (১৭) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী আনশনে বসেন।

তারা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা রোগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী, কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থ রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর,গণিত বিভাগের শিক্ষার্থী

Share Now

এই বিভাগের আরও খবর