বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট: August 18, 2025 |
inbound8207428024173882193
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের কালিতলায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৭ আগস্ট(রবিবার) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া শহরের কালিতলা এলাকায় ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন মুরাদ, রাম, সাত্তার ও হেলালের গোডাউনে এ অভিযান পরিচালনা করে ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ডিবি পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বগুড়া শহরের রাঘব বোয়ালদের কালো থাবার আড়ালে পলিথিনের অবৈধ ব্যবসা চালু রয়েছে।

এমনকি শহরের অলি-গলি থেকে শুরু করে বড় বড় গোডাউন পর্যন্ত নিষিদ্ধ পলিথিনে কানায়-কানায় ভরে রয়েছে।

অভিযানে উদ্ধারকৃত পলিথিন জব্দ করে প্রযোজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সচেতন মহল মনে করে, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের ব্যবসার বিরুদ্ধে জেলা ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকা জরুরি।

তারা আশঙ্কা প্রকাশ করেছেন, যেন মাঝপথে এমন অভিযান বন্ধ হয়ে না যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আইন থাকলেও বছরের পর বছর পলিথিন ব্যবসা বন্ধ হচ্ছে না। বড় বড় ব্যবসায়ীদের প্রভাবের কারণেই এসব চলছে।

ডিবি পুলিশের অভিযান যদি নিয়মিত হয়, তবে শহরকে অন্তত কিছুটা হলেও পলিথিনের কালো থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।

Share Now

এই বিভাগের আরও খবর