মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় ও সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন ও সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।