শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন 

আপডেট: August 18, 2025 |
inbound7728098833962488599
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অফিস আয়োজিত এ মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজোলা হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা  ইলোরা ইয়াসমিন প্রমূখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন কর্মকতা কর্মচারি ও শাহজাদপুরের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য  র‍্যালী বের করা হয়।

র‍্যালীটী উপজেলা চত্বর থেকে শুরু করে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

Share Now

এই বিভাগের আরও খবর