জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু

আপডেট: August 19, 2025 |
inbound3777543860172216381
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আজ (১৮ আগস্ট ২০২৫) থেকে শুরু হয়েছে।

সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়।

একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।

সোমবার (১৮ ই আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামীকাল (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত প্রার্থীরা তাদের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও আশা বলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রায় তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার দ্বার উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর