ডাকসুর ২৮ পদে ৬৫৮ ফরম বিক্রি

আপডেট: August 19, 2025 |
inbound3663441172162949430
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৯৩ জন ফরম সংগ্রহ করেন মঙ্গলবার শেষ দিনে এসে।

আগের আট দিন নেন ৫৬৫ জন। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজারের বেশি। সেই হিসাবে প্রতি একশ জনে ১.৭৮ জন ডাকসু নির্বাচনে প্রার্থী হতে চান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে মনোনয়ন ফরম বিক্রির তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৬৫৮টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ১০৬টি। শেষ দিন হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।

সোমবার পর্যন্ত হল সংসদ নির্বাচনের জন্য মোট ১২২৬ জন ফরম নিয়েছিলেন। বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।

ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

Share Now

এই বিভাগের আরও খবর