বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীদের জরিমানা

আপডেট: August 20, 2025 |
inbound4311989566915842201
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দৃশ্যমানস্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির দায়ে বিএডিসির সার ও বীজ ডিলার এবং খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৯ আগস্ট (মঙ্গবার) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়ার নন্দীগ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার উপজেলার সদর ইউনিয়নের শিমলা বাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিমলা বাজারের খুচরা সার ব্যবসায়ী মেসার্স দুবাই এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার বিএডিসির সার ও বীজ ডিলার মের্সাস জ্যোতি এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান ও শর্মিলী ইসলাম।

এ সময় উপস্হিত ছিলেন সহযোগিতা নন্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন আইন শৃঙ্খলায় সহায়তা করন থানা পুুলিশ সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, সরকার নির্ধারিত সারের মূল্যের চেয়ে বেশি মূল্য কৃষকদের কাছ থেকে নেওয়া যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর