নির্বাচনের জন্য বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রস্তুতি হওয়ার নির্দেশ


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিএনপির নেতৃবৃন্দ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টায় বগুড়ার আলতাফুনন্নেছা খেলার মাঠে বাংলাদপশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটর মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন,অন্তবর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।আমাদের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
সমাবেশে তিনি নির্বাচনের নির্বাচনের বিরোধিতাকারী দলগুলোর সমালোচনা করে বলেন,নির্বাচনে অংশ নিলে যাদের জামনত ভাই বাজেয়াপ্ত হবে তার সংস্কার এবং পিআরসহ নানা
বিষয়ের অবতরণা করছে।তিনি আরও বলেন,যারা পিআর পদ্ধতির নির্বাচন আর সংস্কারের কথা বলছেনা তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই পুনবাসিত করতে চায়।
সমাবেশ শেষে ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।বর্ণাঢ্য সেই র্যালি বগুড়া শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা অংশ নেন।