বগুড়ায় ছাগল কুপিয়ে হত্যা মামলায় সজিব হাসান কারাগারে

আপডেট: August 21, 2025 |
inbound7115237282939923434
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একটি ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করার ঘটনায় দায়ের করা মামলায় সজিব হাসান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২০ আগস্ট (বুধবার) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে সজিবকে আটক করে পুলিশ।

সজিব হোহেন চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন।

দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলা গাছের পাতা খায়। এতে সজিব ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে একটি ছাগল হত্যা করে ।

আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দেয় সজিব।

এ ঘটনায় চকধলী গ্রামের আল মাহমুদ বাদি হয়ে গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শেরপুর থানায় ছাগল হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরেই আসামী সবিজকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর