রাণীশংকৈলে ইয়াবাসহ গ্রেফতার ০৪


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিছ ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকাল ১১ টায় বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), একই উপজেলার মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরুজামাল (২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিব রানা (২২) ও একই উপজেলার দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতাল্লেব হক (২২)।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মাদক নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।