মার্কিন চাপের মাঝে চীন-রাশিয়া-ভারতের কৌশলগত একতা

আপডেট: August 28, 2025 |
inbound6101789071150424130
print news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নীতি বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে শক্তি প্রদর্শনে এক হচ্ছে চীন, রাশিয়া ও ভারত। আগামী সপ্তাহে চীনের থিয়ানচিনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট শি জিনপিং, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। এতে রাশিয়া, ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন।

রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সংকটের সময় শি-পুতিন-মোদির উপস্থিতি গ্লোবাল সাউথের অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে নতুন সংহতির বার্তা দেবে। পাশাপাশি, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে একঘরে হয়ে পড়া রাশিয়ার জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকেও বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় সাত বছর পর তিনি চীন যাচ্ছেন। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়ায় শি-মোদি বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, এ বৈঠকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্যিক ছাড় এবং ভিসা নীতি সহজীকরণসহ বেশ কিছু নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর