জাকসু নির্বাচন উপলক্ষে জাবিতে বিশেষ এলাকা ঘোষণা

আপডেট: August 29, 2025 |
inbound7175541937539227844
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট দুটি এলাকা “শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা” হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ শে আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কলতান বিদ্যানিকেতনের সম্মুখ প্রান্ত থেকে সমাজ বিজ্ঞান মোড় পর্যন্ত অংশ (নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল ও রোকেয়া হল সংলগ্ন এলাকা) ছাত্রী শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মীর মশাররফ হোসেন হল পর্যন্ত অংশ (আল বেরুনী হল, শহীদ সালাম-বরকত হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও ১০ নং ছাত্র হল সংলগ্ন এলাকা) ছাত্র শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা হিসেবে গণ্য হবে।

এ সময়ে ঘোষিত এলাকাগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য আগামী ১১ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন।

Share Now

এই বিভাগের আরও খবর