কোডিং ফেস্ট ২০২৫-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার

আপডেট: August 30, 2025 |
inbound607203162356926080
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট ২০২৫-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা “Coding Fest 2025”-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

গত ২৯ জুলাই ২০২৫ তারিখে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ স্বীকৃতি পায়।

সিএসই বিভাগের মোঃ রাশেদুল আলম, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এবং ড. সজীব সাহা প্রণীত প্রকল্প “Disaster Aid” “AI for Safety, Risk, and Resilience” ক্যাটাগরিতে বেস্ট প্রজেক্ট চ্যাম্পিয়ন এওয়ার্ড অর্জন করে। বাস্তব জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তায় এ প্রকল্পকে বিশেষভাবে প্রশংসা করা হয়।

এছাড়া, একই বিভাগ থেকে উপস্থাপিত আরেকটি প্রকল্প “A Lightweight and Explainable CNN Model for Detecting Microplastics from Holographic Images” চ্যাম্পিয়ন হয়। প্রকল্পটির উদ্ভাবক হাবিবুর রহমান রিফাত, আরুন রায়, মো. শামীম বিন শাহিদ ও অধ্যাপক ড. মো. মনোয়ারুল ইসলাম।

সীমিত সম্পদে দ্রুত ও নির্ভুল মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের এ নতুন প্রযুক্তি পরিবেশ পর্যবেক্ষণ ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

একই ক্যাটাগরিতে রানার-আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল। তাদের প্রকল্পের শিরোনাম ছিল “Enhanced Graph Signal Reconstruction Using Adaptive and Multi-Scale Clustering Techniques”।

এই সাফল্য উপলক্ষে গত ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপাচার্য পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান।

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৫০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেন এবং প্রায় ৬০টি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।

অংশগ্রহণকারী উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল University of Sydney, University of New South Wales (UNSW), University of Technology Sydney (UTS), এবং Macquarie University।

Share Now

এই বিভাগের আরও খবর