সিলেটে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: August 30, 2025 |
inbound5027921654921815554
print news

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচে একাদশে ফিরেছেন সাইফ হাসান।

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৩০ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি–টোয়েন্টি দল থেকে একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাঁদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সাইফ হাসান শুধু দলে ফেরেননি, বরং একাদশেও সুযোগ পেয়েছেন। বিসিবির আশা, নতুন সংযোজনরা দলের ব্যাটিং ও বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।

Share Now

এই বিভাগের আরও খবর