আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে চট্টগ্রামের ‘আশ ফাউন্ডেশন’

আপডেট: September 5, 2025 |
inbound1607276366315958656
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ আফগানিস্তানে গত রোববার মধ্যরাতে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে দেশটির কয়েকটি প্রদেশ কঠিন ভাবে বিধ্বস্ত হয়েছে।

ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে হাজারো মানুষ। আন্তর্জাতিক সহায়তা সীমিত, স্থানীয় অবকাঠামো প্রায় ভেঙে পড়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কঠিন এই সময়ের সংবাদ, বিশেষভাবে নজর কেড়েছে চট্টগ্রামের মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের।

অসহায় মানুষের কল্যাণে নিবেদিত চট্টগ্রামের সন্তান, মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ছুটে গেছেন আফগানিস্তানে।

তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা ও আশ্রয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কাজ করছেন তিনি।

নাছির উদ্দিন বলেন, আফগানিস্তানে মানুষের দুর্ভোগ ভাষায় প্রকাশ করা যায় না। শিশুরা অনাহারে, পরিবারগুলো আশ্রয়হীন। এ পরিস্থিতিতে মানবতার দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।

প্রকৌশলী নাছির উদ্দিনের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তার নজিরই নয়, বরং সীমান্ত ও জাতীয়তার ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন জাতিসংঘের ইকোনোমিক এন্ড স্যোশাল (UN ECOSOC) এর স্পেশাল কন্সালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত একটি সংস্থা।

প্রসঙ্গত, আফগানিস্তানে তিন দিন আগে সংগঠিত ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪০০ জনের উপর।

এর মধ্যেই পূর্ব আফগানিস্তানে পাঁচ দশমিক দুই মাত্রার একটি নতুন আফটারশক আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে আহত হয়েছে তিন হাজারের বেশি মানুষ।

রবিবারের ওই ছয় মাত্রার ভূমিকম্পের পর ভূমিধ্বসের কারণে উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে। কেননা এর ফলে রাস্তাঘাট ধ্বসে স্থলপথে চলাচলে ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর