পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ


পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। অবরোধকারীরা দুপুর ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ রাখেন।
অবরোধে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত মানুষ অংশ নেন। তারা ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’, ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণআন্দোলন’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানব না’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানব না’ স্লোগান দেন।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির গণমাধ্যমে বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে পাবনা-১ আসনকে ভাগ করা হয়েছে। শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন করা হয়েছে। বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ এর সঙ্গে যুক্ত করা হয়েছে। বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে সাঁথিয়ার সঙ্গে যুক্ত।”
অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা।
বেড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, অবরোধের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।