গাজীপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কর্মশালা


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পযার্য়) এর আওতায় জেলা পযার্য়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস প্তরের আয়োজনে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি ( নাটা) সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো.আবদুল রউফ।
ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পযার্য়) এর মৎস ভবনের গল্প পরিচালক মো.মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহকারী পরিচালক মনিকা দাস, সরকারি পরিচালক জান্নাতুল শাহীন, গাজীপুর মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা—কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য হ্যাচার মালিক,মৎস্য খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী অন্যান্য অংশীজন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, মৎস্য অধিদপ্তরের ধারাবাহিক উদ্যোগ ও সরকারি খামারসমূহের মানসম্মত পোনা উৎপাদন, প্রযুক্তি সম্প্রসারণ ও মৎস্যচাষি সহায়তা এ খাতকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত একটি নতুন উদ্যোগ হলো ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প’—যা সরাসরি মৎস্য খামারগুলোকে আধুনিক ও সক্ষম করে মাছের উৎপাদনশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে গাজীপুর জেলা যা মৎস্য খাতের একটি সম্ভাবনাময় অঞ্চল, এ প্রকল্পের মাধ্যমে জেলার মৎস্য চাষিরা সরাসরি উপকৃত হবেন।