বগুড়ায় সড়কের পাশ থেকে গুলি উদ্ধার

আপডেট: September 9, 2025 |
inbound9213235161743855160
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় শহরের তিনমাথা- সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার বগুড়া শহরের কামারগাড়ি রেল ঘুমটি মোড়, বিদ্যুৎতের পোলের গোড়া থেকে লাল রঙের প্যাকেট থেকে পয়েন্ট ২.২ বোরের-৮৩ রাউন্ড এবং শর্টগানের ৩ রাউন্ড গুলিসহ মোট ৮৩ রাউন্ড পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি।

পরে প্যাকেটটি খুলে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শটগানের ৩ রাউন্ড গুলিসহ মোট ৮৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলিগুলো এখানে ফেলে রেখে গেছে।

এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানিয়েছে পুলিশ।

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে গিয়েছিল সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর