ডাকসু নির্বাচন শুরু, সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন

আপডেট: September 9, 2025 |
inbound9207068622852364795
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সকাল থেকেই ভোটার শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটকেন্দ্রের উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কার্জন হল কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও শারীরিক শিক্ষাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দেওয়ার জন্য সব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

কেন্দ্রগুলোতে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি কেন্দ্রের সামনে ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবাই উৎফুল্ল এবং আনন্দ চিত্তে লাইনে দাঁড়িয়ে আছে।

ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শহিদুল্লাহ হলের শিক্ষার্থী রাশেদ গণমাধ্যমকে বলেন, ‘পরিবেশ অনেক সুন্দর। সকাল এসে লাইনে দাঁড়িয়েছি। আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করে আমরা একজন প্রতিনিধি পাবো।’

জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের ভোটারা কার্জন হলকেন্দ্রে ভোট দেবেন। এখানে কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৭৭।

জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের ভোটার শারীরিক শিক্ষাকেন্দ্রে ভোট দেবেন । এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮৫৩।

কবি সুফিয়া কামাল হলের ভোটারা ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৪৪৩।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর বাইরে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না।

সাংবাদিকেরা ডাকসু নির্বাচনের নির্ধারিত পাসে প্রবেশ করছে। চারিদিকে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্কতাবস্থানে।

Share Now

এই বিভাগের আরও খবর