কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ইসলামী ছাত্র আন্দোলনের


ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খায়রুল হাসান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খায়রুল হাসান বলেন, আমরা কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দিলাম। গতকাল রাতে এজেন্টদের কার্ড পেলাম।
সকালে কার্ড নিয়ে যখন আমার এজেন্ট ইউ ল্যাব কেন্দ্রে প্রবেশ করল, সেখানে ঢোকার পর দেখা গেল, যারা দায়িত্বরত আছেন, তারা আমার প্যানেল থেকে যে এজেন্ট আছে, তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।
ব্যাখ্যা চাওয়া হলে দায়িত্বরতরা বললেন, তাদের কাছে নাকি গতকাল রাতে একটা লিস্ট এসেছে। সেই লিস্টে যাদের নাম আছে শুধু তাদেরই ঢুকতে দেবে।
খায়রুল হাসান জানান, তিনি নিজেও ওই তালিকা দেখেছেন। সেখানে যে ১০ জনের নাম আছে, তার মধ্যে ছয়জন ছাত্রদল প্যানেলের প্রার্থীর পক্ষের এজেন্ট। একজন আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)। দুজন স্বতন্ত্র।
এই কেন্দ্রে ছাত্রদলকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন খায়রুল হাসান।
তিনি বলেন, ছাত্রদলের ছয়জন এজেন্টকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও আমাদের মাত্র একজন এজেন্ট, তাকেও ঢুকতে দেওয়া হয়নি।