ডাকসুর ভিপি প্রার্থীরা কে কত ভোট পেলেন?

আপডেট: September 10, 2025 |
inbound4355654521062524504
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন।

এ ছাড়া অন্যান্য ভিপি প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন, চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

প্রার্থীর নাম প্রাপ্ত ভোট

আবদুল ওয়াহেদ ২৭ টি

আব্দুল কাদের ১১০৩ টি

আরিফুল ইসলাম ২৩ টি

আল আমিন ইসলাম ১০ টি

আসিফ আনোয়ার অন্তিক ৫ টি

উমামা ফাতেমা ৩৩৮৯ টি

ছাদেক হোসেন ৩৯ টি

জালাল আহমদ (জ্বালাময়ী জালাল) ৮ টি

জাহিদ হাসান ১৭ টি

তাহমিনা আক্তার ২৬ টি

দ্বীন মোহাম্মদ সোহাগ (আলাদীন) ৬ টি

মারজিয়া হোসেন জামিলা ৩৫ টি

মাহদী হাসান ৯ টি

মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার) ১০ টি

মো. দেলোয়ার হোসেন ১২ টি

মো. আজগর ব্যাপারী ৬ টি

মো. জামাল উদ্দীন (খালিদ) ৫০৩ টি

মো. শাফি রহমান ৬ টি

মো. বিনইয়ামীন মোল্লা ১৩৬ টি

মো. আতাউর রহমান শিপন ৫ টি

মো. আবিদুল ইসলাম খান ৫৭০৮ টি

মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪০৪২ টি

মো. আবুল হোসাইন ৭ টি

মো. ইয়াছিন আরাফাত ৬২ টি

মো. উজ্জল হোসেন ৬ টি

মো. নাইম হাসান ২৪ টি

মো. নাছিম উদ্দিন ২ টি

মো. ফয়সাল আহমেদ ৪ টি

মো. মুদাব্বীর রহমান ৩ টি

মো. রাসেল মাহমুদ ৭ টি

মো. সুজন হোসেন ১ টি

মো. সোহানুর রহমান ২ টি

মো. হাবিবুল্লাহ ২ টি

মো. হেলালুর রহমান ৩ টি

মোসা. জান্নাতী বুলবুল ৬ টি

যায়েদ বিন ইকবাল ৭ টি

রাকিবুল হাসান ১ টি

রাসেল হক ১ টি

রাহুল দেব রায় ২০ টি

রিয়াজ উদ্দিন আহমেদ ৮ টি

শামীম হোসেন ৩৮৮৩ টি

শাহ্ জামাল সায়েম ৩ টি

শেখ তাসনিম আফরোজ (ইমি) ৬৮ টি

সুমিত সেন ১৪ টি

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন ও নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

Share Now

এই বিভাগের আরও খবর