সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বিদায় সংবর্ধনা

আপডেট: September 10, 2025 |
inbound3155994133491247777
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর ৩৫ বছর কর্মজীবন শেষ করে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

তিনি ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডলের সভাপতিত্বে,সহকারী শিক্ষক মামুন আব্দুল কাইয়ুম সরকার এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল সমাপনী বক্তব্যে বলেন -আজকের বিদায় অনুষ্ঠানের ন্যায় ধারাবাহিকতা আগামী দিন গুলোতে থাকবে।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল। দীর্ঘ সময় বিদ্যালয়ের শিক্ষক বৃন্দদের সাথে কাটানো ও ছাত্রীদের পাঠদান সহ সকল বিষয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরী।

বিদায়ী শিক্ষকের স্মৃতি চারণ করে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম শশী, নবম শ্রেণির ছাত্রী ঐশ্বর্য সাহা ও খাদিজা আকতার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ,সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীকে ফুল সাজানো গাড়িতে করে আনুষ্ঠানিক ভাবে তার নিজ বাড়ীতে পৌঁছে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা।

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া প্রণব কুমার রায় চৌধুরীর প্রতি শিক্ষার্থীদের এই ভালোবাসা সারিয়াকান্দিতে সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত।

সাধারণ মানুষেরা এই বিদায় অনুষ্ঠান শুধু একটি শিক্ষককে বিদায় নয়, বরং এটি প্রমাণ করেছে একজন সৎ, নিবেদিত প্রাণ ও স্নেহশীল শিক্ষক কিভাবে আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নেন।

Share Now

এই বিভাগের আরও খবর