১৪ সেপ্টেম্বর জাবির সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ

আপডেট: September 13, 2025 |
inbound1839637323018940329
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক বিষয় বিবেচনা করে আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। এছাড়া পূর্ব নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আগামী রবিবার সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা (চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ, নিরাপত্তা টিম) যথারীতি চালু থাকবে। এছাড়া আগামী সোমবার ক্লাস চলমান থাকবে তবে ফাইনাল পরিক্ষা স্থগিত থাকবে।”

উল্লেখ্য, জাকসু নির্বাচন গত (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। ফলাফল হতে পারে ২ টার পর।

Share Now

এই বিভাগের আরও খবর