রোমানিয়ায় ঢুকে পড়লো রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা


রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে রোমানিয়ার আকাশসীমায় একটি ড্রোন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটি যুদ্ধবিমান পাঠায় এবং নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউনুত মোসতেয়ানু বলেন, শনিবার রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটে। ড্রোনটি খুব নিচে দিয়ে উড়ছিল।
আমাদের এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটরা ড্রোনটি ধ্বংস করার জন্য খুব কাছাকাছি চলে এসেছিলেন। কিন্তু এর আগেই সেটি ইউক্রেনের দিকে চলে যায়।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ ড্রোন ধ্বংসে রোমানিয়া দুটি এফ-১৬ যুদ্ধবিমান এবং পরে দুটি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে।
যুদ্ধবিমানগুলো রোমানিয়ার আকাশসীমায় ড্রোনটি শনাক্ত করে এটির পিছু নেয়। একপর্যায়ে এটি চিলিয়া ভেচে গ্রামের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গিয়ে রাডার থেকে হারিয়ে যায়।
এ সময় দানিয়ুব ও ইউক্রেন সীমান্তসংলগ্ন তুলসিয়া কাউন্টির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়।