লন্ডনে বর্ণবাদী হামলার শিকার বাংলাদেশি তরুণ

আপডেট: September 15, 2025 |
inbound8754085522219112461
print news

১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হিথরো বিমানবন্দর এলাকার আশফোর্ডের চার্চ রোডে লন্ডনে এক বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা (২১) হামলার শিকার হন।

তরুণের ভাষ্য অনুযায়ী, তাঁর হিজাব পরা মাকে উদ্দেশ করে এক ৪০ বছর বয়সী শ্বেতাঙ্গ ব্যক্তি বর্ণবাদী মন্তব্য করেন।

ইখতিয়ার এই মন্তব্যের প্রতিবাদ করলে ওই ব্যক্তি গাড়ি থেকে একটি ব্যাট নিয়ে তার মাথায় আঘাত করেন। হামলায় ওই শ্বেতাঙ্গ লোকটির বাবা ও ছেলে অংশ নেন।

ইখতিয়ার জানান, গাড়ি নিয়ে পালানোর সময় তার মা নাহিদা আক্তারকে লক্ষ্য করে হামলাকারীরা গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করেন। ইখতিয়ার টান দিয়ে তার মাকে সরিয়ে নেন। পরে হামলাকারীরা পালিয়ে যান।

জরুরি নম্বরে কল করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। অ্যাম্বুলেন্সে নাহিদা আক্তারকে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসকেরা তাঁর মাথায় পাঁচটি সেলাই দেন। এক দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পরে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। আদালত এ ঘটনায় শুনানির তারিখ ১৩ অক্টোবর নির্ধারণ করেছে।

ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং খণ্ডকালীন চাকরি করেন। ২০১৬ সালে তার পরিবার ইতালি থেকে লন্ডনে অভিবাসী হয়। তার বাবা দুলাল মৃধা। পরিবার বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায় বসবাস করে।

Share Now

এই বিভাগের আরও খবর