শিবগঞ্জে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট: September 25, 2025 |
inbound3800842722907612759
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার হাফিজুর রহমান অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, বিমল কুমার রায়, আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ, মিকরাইল হোসেন, শরীর চর্চা শিক্ষক বিপ্লব মোহন্ত, আবুল কাশেম, নুরুল ইসলাম, আল আমিন, আরিফুল ইসলাম, হেলান বারী, রফিকুল ইসলাম প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে।

খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলোয়াড়, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।

এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করে।

Share Now

এই বিভাগের আরও খবর