অদক্ষ শাসনের কারণে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন: অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, গত সাড়ে তিন বছরে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকারের পরিবর্তন বা উত্থানের মূল কারণ ছিল ‘অদক্ষ ও দুর্বল শাসন’।
দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভারতে পালিত ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত সরদার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল এ কথা বলেন।
সুশাসন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, ‘তি গঠনপ্রক্রিয়া’ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’পালন করে।
এসময় অজিত দোভাল বিগত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোতে ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে কথা বলেন।
তিনি বলেন, বিশাল সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠীশাসন, অভিজাততন্ত্র বা গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস আসলে তাদের শাসনেরই ইতিহাস।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সাম্প্রতিক শাসন পরিবর্তনের ঘটনাগুলো আসলে দুর্বল ও অদক্ষ শাসনেরই উদাহরণ।
দোভাল অভ্যন্তরীণ দুর্বলতা ও অদক্ষ শাসনের কারণে সাম্রাজ্যগুলোর উত্থান ও পতনের উদাহরণ টেনে বলেন, আমি বিশ্বাস করি, একটি জাতি গঠনপ্রক্রিয়া, সেই সঙ্গে একটি দেশকে সুরক্ষিত রাখতে এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



















