কক্সবাজারের সাবেক এমপি বদি কোভিড-১৯ আক্রান্ত

আপডেট: June 20, 2020 |
print news

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

মাহবুবুর জানান, বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে কক্সবাজারের ইউনিয়ন হসপিটালে ভর্তি হন বদি। পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া আজ সন্ধ্যায় জানিয়েছেন, আব্দুর রহমান বদির ফলাফল পজিটিভ এসেছে। তবে তার স্ত্রী এমপি শাহীন আক্তার চৌধুরীর ফলাফল নেগেটিভ।

করোনাভাইরাসের সংক্রমণ না ঘটলেও বদির স্ত্রীর টাইফয়েড ধরা পড়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ডা. মাহবুবর রহমান।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর