কত টাকা পাচ্ছে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল?

আপডেট: July 18, 2020 |
মাদ্রিদ
print news

ফুটবলে শুধু টাকা আর টাকা। মেসি কিংবা রোনালদোর সপ্তাহের আয় শুনে অনেকেরই হাত মাথায় উঠে। এ থেকে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে এসে যায় যে, কোনও ট্রফি জিতলে কত টাকা পায় সে দলটি?

গতকালই স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দুই মৌসুম পর এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা ঘরে তুলেছে জিনেদিন জিদানের শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ৭ পয়েন্ট এগিয়ে থাকায় রিয়ালের হাতে গত রাতেই ট্রফি তুলে দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন হয়ে কতো টাকা পেতে যাচ্ছে রিয়াল? এটি জানার কৌতুহল আছে অনেকেরই মধ্যে।

এবার তারা জেনে নিন, চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পাবে ৬৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৬১০ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা। রানার্সআপ দল বার্সেলোনা পাবে ৬০ মিলিয়ন ইউরো তথা ৫৮১ কোটি ৪৩ লাখ ৩৮ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পাবে ৫২ মিলিয়ন ইউরো।

Boishakhinews 251

লা লিগার শীর্ষ ১০ দলের প্রাইজমানি

তথ্যসূত্র: স্প্যানিশ ক্রীড়া পত্রিকা ‘মার্কা’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর