ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ

আপডেট: July 22, 2020 |
print news

ক্লাইমেট ভালনারেবল ফোরাম শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন দিয়েছে অটিজম বিষয়ক জাতীয় পরমর্শক কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদকে ।

ওই ফোরাম সায়মা ওয়াজেদ ছাড়াও আরও তিনজনকে শুভেচ্ছা দূত হিসাবে মনোনয়ন দিয়েছে। তারা হচ্ছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপিন্সের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গো এর জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী তিন বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন তাদের বিষয়ে কথা বলবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর