নরওয়ের সংসদে সাইবার হামলা

আপডেট: September 2, 2020 |
print news

নরওয়ের সংসদে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সংসদের পরিচালক মারিয়ানে আন্দ্রিয়াসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মূল বিরোধী দল লেবার পার্টির বেশ কয়েকজন সদস্য ও কর্মচারীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার সার্বিক চিত্র উপলব্ধি এবং সম্ভাব্য ক্ষতি নিরূপণে পরিস্থিতি বিশ্লেষণে আমরা পুরো মনোযোগ দিচ্ছি।

জানুয়ারিতে ইউরোপের আরেক দেশ জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মের্কেলসহ শত শত রাজনীতিবিদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয় এবং অনলাইনে প্রকাশ করে দেওয়া হয়।

গত বছর হ্যাকারদের অস্ট্রেলিয়ার সংসদে হামলা চালানোর চেষ্টার ঘটনায় দেশটির সাইবার গোয়েন্দা সংস্থা চীনকে অভিযুক্ত করে। তবে চীন সে অভিযোগ অস্বীকার করেছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর