আজ ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

আপডেট: September 4, 2020 |
print news

রাজধানী ঢাকায় আজ (৪ সেপ্টেম্বর) তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তাপমাত্রাও রয়েছে বাড়তির দিকে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর