করোনা জয় করে সিনেমার শুটিংয়ে দ্য রক

আপডেট: September 20, 2020 |
রক 2
print news

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর নেটফ্লিক্স প্রযোজিত অ্যাকশন ফিল্ম রেড নোটিশ এর শুটিং শুরু করেছেন হলিউড সুপারস্টার ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, মাস্ক এবং ফেস শিল্ড পরিহিত অবস্থায় শুটিং সেটে দাঁড়িয়ে আছেন রক।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘দুনিয়া বদলেছে তাই আমাদের প্রক্রিয়াও বদলেছে। আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ চিত্রায়নের কাজে আমরা আবারো ফিরে এসেছি। প্রথম সপ্তাহে দারুণ কাজ করতে পেরে আমি অত্যন্ত খুশি।

এ সকল কিছুই সম্ভব হচ্ছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কারণে। তাদের অক্লান্ত পরিশ্রমে সিনেমাটি আবারও প্রাণ ফিরে পেয়েছে। আমি তাদের নিয়ে গর্বিত। আশা করি আমরা প্রতি সপ্তাহে এমন দারুণভাবে কাজ করে যেতে পারবো।’

নেটফ্লিক্সের ইতিহাসে সব থেকে ব্যয়বহুল এই সিনেমাটি ২০২১ সালে মুক্তি দেওয়া হবে। এদিকে একই বছর ‘দ্য রক’ অভিনীত ডিসির প্রযোজিত ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবিটিও মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর