অবশেষে চীনে ফেরার অনুমতি পেলো বিদেশিরা

আপডেট: September 23, 2020 |
31
print news

চীনে বসবাসকারী বৈধ বিদেশি নাগরিকদের অবশেষে দেশটিতে ফেরার অনুমতি দিয়েছে চীন। মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে দেশটিতে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলো চীনা সরকার। তবে বর্তমানে দেশটিতে ভাইরাসের সংক্রমণ কমে আসায় এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো।সূত্র: সিএনএ

বুধবার এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন আদেশের কথা জানায়। সেখানে বলা হয়, পেশাগত কারণে ও পারিবারিক সূত্রে যেসব বিদেশি নাগরিকেরা চীনে বসবাস করে আসছিলেন, তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে কোনো ধরনের আবেদন পত্র ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

তবে চীনে প্রবেশ করতে যাওয়া সকলকেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকাসহ দেশটির মহামারি প্রতিরোধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা সব নিয়ম-কানুন কঠোর ভাবে মেনে চলতে হবে।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর