কক্সবাজার থেকে ৩৪ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট: September 24, 2020 |
Boishakhinews 260
print news

কক্সবাজার জেলা পুলিশ থেকে ৩৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃতদের পুরোনো কর্মস্থল ছেড়ে দিয়ে ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। ঐ দিন রাজারবাগের পুলিশ মিলনায়তনে ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘কক্সবাজার এলাকার পুলিশের পুরো সেটাপ চেঞ্জ হবে।’

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর