করোনায় চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৫৩ জন

আপডেট: September 25, 2020 |
Boishakhinews 269
print news

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৩ জনের। মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৫৭০ জন।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চবি ল্যাবে ৯ জন, বিআইটিআইডিতে ৭ জন, চমেক ল্যাবে ১৭ জন এবং সিভাসু ল্যাবে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭১২টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪১ জন এবং উপজেলায় ১২ জন।

বৈশাখী নিউজফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর