বিশ্বে করোনায় মৃত ৯ লাখ ৯৩ হাজার

আপডেট: September 26, 2020 |
Boishakhinews 250
print news

সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৪১ লাখ ৭১ হাজারের উপরে করোনা রোগী।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৭ হাজার ৯৩৭ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৫২ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ লাখ ৯৩ হাজার ৪১৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মারা গেছেন ৫ হাজার ৮০৮ জন। গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৪৮ হাজার ৩৫৯ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ৪১ লাখ ৬৭ হাজার ৪৪৮ জন।

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপর পরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭২ লাখ ৪৪ হাজার ১৮৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৪৪০ জন। সংক্রমণের নিরিখে দুই নম্বরে অবস্থান নেওয়া ভারতে গত এক দিনে ৮৫ হাজারের উপরে করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ১ হাজার ৫৭১ জন। মারা গেছেন ৯৩ হাজার ৪০১ জন। মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৬ লাখ ৯২ হাজার ৬৭৯ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪০ হাজার ৭০৯ জনে ঠেকেছে। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৩৬ হাজার ৪৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ৫৬ জন মানুষের মৃত্যু হয়েছে।

পেরুতে আক্রান্ত ৭ লাখ প্রায় ৯৪ হাজার ৫৮৪ জন মানুষ। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে। কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৩১৭ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ১০৩ জনের। মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ১৫ হাজার অতিক্রম করেছে। সেখানে প্রাণ গেছে ৭৫ হাজার ৪৩৯ জন মানুষের। আর্জেন্টিনায় আক্রান্ত ৬ লাখ ৯১ হাজার ২৩৫ জন। প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ২০৮ জন। চিলিতে ৪ লাখ সাড়ে ৫৩ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩১২ জনের।

স্পেনে আক্রান্ত ৭ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩১ হাজার ২৩২ জনের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৫ লাখ ১৩ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৬৬১ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ২৩হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৯৩৬ জন মানুষের। তুরস্কে আক্রান্ত ৩ লাখ ১১ হাজার আর মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৫৮ জনের।

ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৫ হাজার ২২২ জনের। সৌদি আরবে আক্রান্ত ৩ লাখ ৪১ হাজারের বেশি, মারা গেছেন ৪ হাজার ৬২৫ জন। পাকিস্তানে আক্রান্ত ৩ লাখ ৯ হাজার আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৪ জনের। ইরাকে আক্রান্ত ৩ লাখ ৪১ হাজার আর মারা গেছেন ৮ হাজার ৮৬৭ জন।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৯৩ জনের।

বৈশাখী নিউজইডি

Share Now

এই বিভাগের আরও খবর