করোনায় আয় কমেছে ২০ শতাংশ মানুষের

আপডেট: October 6, 2020 |
print news

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জরিপ প্রকাশিত নতুন তথ্য বিবরণী হতে জানা গেছে করোনায় আয় কমেছে ২০ শতাংশ মানুষের ।
গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর বিবিএস দেশের ৯৮৯টি পরিবারের ওপর টেলিফোনে ওই জরিপ চালিয়ে এই তথ্য গেছে।

জরিপের ফল বলছে,

• করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারে মাসিক গড় আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা।
• আগস্ট মাসে তা কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৯২ টাকা।
• সেই হিসাবে পাঁচ মাসের ব্যবধানে পরিবারের গড় আয় কমেছে ৩ হাজার ৯৩৩ টাকা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সামনে জরিপের ফলাফল তুলে ধরেন।

জরিপের ফল অনুযায়ী, আয়ের পাশাপাশি ব্যয়ও কমেছে। গত মার্চ মাসে পরিবার প্রতি মাসিক খরচ ছিল ১৫ হাজার ৪০৩ টাকা। গত আগস্ট মাসে তা কমে দাঁড়ায় ১৪ হাজার ১১৯ টাকা। অর্থাৎ পাঁচ মাসের ব্যবধানে পরিবার প্রতি খরচ কমেছে ১ হাজার ২৮৪ টাকা। এর মানে, আয় কমে যাওয়ায় ভোগের চাহিদাও কমেছে।
এ ছাড়া জরিপে অংশ নেওয়া পরিবারগুলোর মধ্যে করোনার প্রায় ৬৮ শতাংশ পরিবার কোনো না কোনোভাবে আর্থিক সমস্যায় পড়েছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর