কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ , নিহত ১

আপডেট: October 10, 2020 |
print news

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে ফরিদ হোসেন নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি।

নিহত ফরিদ স্থানীয় বাসিন্দা মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু পক্ষের সমর্থক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সঙ্গে রাশিদুল-লাবু পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার সকালে রাশিদুল ও শকাতি পক্ষের সমর্থকরা বাদশা এবং রেজা মন্ডলের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। উভয়পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষে অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ফরিদ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর