বিশ্বে একদিনে করোনার নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

আপডেট: October 17, 2020 |
Boishakhinews 172
print news

বিশ্বে একদিনে করোনার নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা প্রথমবার চার লাখ ছাড়ালো। শুক্রবার রেকর্ড ৪ লাখ ১২ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ২শ’ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।

এ নিয়ে বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে মোট মৃত্যু ১১ লাখ ৯ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ৩ কোটি ৯৬ লাখ মানুষ। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে আবারও যুক্তরাষ্ট্র। ৯ শতাধিক মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি সোয়া দু’লাখের মতো। আক্রান্ত প্রায় ৮৩ লাখ।

৯শ’র কাছাকাছি মৃত্যুতে ভারতে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ১৩ হাজার। আক্রান্ত পৌনে এক কোটি মানুষ। এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজারের বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। আক্রান্ত ৫২ লাখের বেশি। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৮৬ হাজারের কাছাকাছি। ৪শ’র মতো মৃত্যু রেকর্ড হয়েছে আর্জেন্টিনায়।

২৪ ঘণ্টায় রেকর্ড ১০ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ইতালিতে। ফ্রান্সে একদিনে আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর