মানবিক যুদ্ধবিরতিতে আর্মেনিয়া-আজারবাইজান

আপডেট: October 18, 2020 |
azerbaizan armenia
print news

গত শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাত থেকে নতুন মানবিক যুদ্ধবিরতিতে গিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুটি দেশই এই যুদ্ধবিরতিতে একমত হয়েছে। দেশ দুটির পরাষ্ট্রমন্ত্রীরা পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

মূলত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লারোভের টেলিফোন পাওয়ার পর দুটি দেশ এই যুদ্ধবিরতিতে একমত হয়। লারোভ টেলিফোনে উভয় দেশকে যথাযথভাবে যুদ্ধবিরতি মানার অনুরোধ করেন। যুদ্ধবিরতি ভেঙে যেন আর কোনো হামলা চালানো না হয় সে বিষয়টিতেও জোর দেন তিনি।

অবশ্য এই আলোচনার সময়ও উভয় দেশ যুদ্ধবিরতি ভঙ্গের জন্য একে অন্যকে দায়ী করছিল।

আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিবৃতিতে মানবিক যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যরাতে এই যুদ্ধবিরতিতে যাওয়ার আগ মুহূর্তেও আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। এই হামলায় আজারবাইজানের ১৩ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। ঘুমের মধ্যে আহত হয়েছেন আরো অনেকে। অনেকে হয়েছেন গৃহহারা।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর