সরকার নিরাপদ সড়ক নিশ্চিতে সবকিছু করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট: October 22, 2020 |
print news

‘নিরাপদ সড়ক নিশ্চিতে সবকিছু করে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।’ এসময় তিনি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

গতকাল বুধবার নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে গণভবন থেকে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রচুর পরিমাণে সড়ক, সেতু, কালভাট নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণে যেন প্রকৃতির ভারসাম্য রক্ষা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষ যাতে এসব থেকে উপকৃত হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমার গাড়িচালকদের বিশ্রামের জন্য কিছু কিছু স্থানে বিশ্রামাগার নির্মাণ করে দিচ্ছি। পর্যাক্রমে সারাদেশে বিশ্রামাগার নির্মাণ করা হবে।

বৈশাখী নিউজ/জেপা

Share Now

এই বিভাগের আরও খবর