শীতের দিনেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত

আপডেট: October 26, 2020 |

সানস্ক্রিন মানুষের ত্বককে প্রতিকুল আবহাওয়া হতে রক্ষা করে ।শরৎকালে তাপমাত্রা কমে যায়, আদ্রতার ভাগও কমে যায়। এই সময় শুষ্ক হয়ে ওঠে চারিদিক। তখনই প্রয়োজন হয় ময়েশ্চারাইজারের। কিন্তু, গরম লাগতে থাকে। এদিকে রোদের তাপও বেড়ে যায়। তাই এই সময় বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাখা উচিত।

হিমেল হাওয়া গায়ে মেখে একটু রোদে আরাম কেদারা নিয়ে বসার আরামই আলাদা। বিশেষ করে আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে শীত তো অতিথি-মাত্র।

অনেকের হয়ত এটা মনে হতে পারে যে শীত লাগলে রোদের থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। গরমের দিনের মতো শীতের দিনেও কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের একইরকমভাবে ক্ষতি করে। তাই শীত পরার সময় সূর্যের তেজ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়। আর মনে রাখবেন শীতকালে এসপিএফ ৩০-৫০-এর মধ্যে যেকোনও সানস্ক্রিন ব্যবহার করা উচিত।

রোদের হাত থেকে বাঁচতে অয়েলি স্কিনের মহিলাদের উচিত ওয়াটার-বেসড কোনও সানস্ক্রিন বেছে নেওয়া।

অতিরিক্ত ময়েশ্চার বা আর্দ্রতাযুক্ত সানস্ক্রিন শীতকালে শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে বিশেষভাবে সাহায্য করে।

 

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর