বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে

আপডেট: October 31, 2020 |
print news

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লুজন দ্বীপে এটি আঘাত হানতে পারে।সূত্র : রয়টার্স

ক্যাটাগরি-৫ এর ঘূর্ণিঝড় ‘গনি’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আজ শনিবার কয়েক লাখ মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রংটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় দু’শ ১৫ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় গনির কারণে কাল রবিবার ভূমিধস হতে পারে।

এর আগে ২০১৩ সালে হাইয়ানের পর এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ওই সময় ছয় হাজার তিনশ মানুষের প্রাণহানি ঘটেছিল।

উপকূলীয় ও ভূমিধসপ্রবণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোলাভের আঘাতে ২২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই ছিলেন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ঘূর্ণিঝড় গনি একই পথ ধরে এগিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর