ফিলিপাইনে সুপার টাইফুন ‘গনি’র আঘাতে নিহত ১০

আপডেট: November 2, 2020 |
print news

ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন গনি। এতে এরই মধ্যে ১০ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি।

রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ঘণ্টায় ২২৫ কিলোমিটার একটানা বাতাসের গতি নিয়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল টাইফুন গনি।

এর তাণ্ডবে ওই অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝড়ের সঙ্গে আসা তীব্র বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফিলিপাইনের বিকোল অঞ্চল দিয়ে স্থলে উঠে আসার পর বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর পর টাইফুন ক্যাটাগরি অনুযায়ী এর মাত্রা হ্রাস করে ফিলিপাইনের আবহাওয়া ব্যুরো।

টাইফুন গনি একটানা বাতাসের গতি ও ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ২২৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪০ মাইল) থেকে ঘণ্টায় ৩১০ কিলোমিটার (১৮০ মাইল) বেগ নিয়ে স্থলে উঠে এসেছিল। পরে কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে বইতে থাকে।

গনি এখন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছ্ েএবং এটি এখনো ক্ষয়ক্ষতি করার মতো শক্তিশালী অবস্থায় আছে বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।

গনি বিকোল অঞ্চলের দুটি স্থান দিয়ে দুবার সাগর থেকে স্থলে উঠে আসে। এখান থেকে ১০ জনের মৃত্যুর খবর এসেছে বলে প্রাদেশিক গভর্নর আল ফ্রান্সিস বিচারা। মৃতদের মধ্যে একজন উপড়েপড়া গাছের আঘাতে ও পাঁচ বছর বয়সী একটি শিশু নদীর উপচে পড়া পানির স্রোতে ভেসে যায়।

এতে বলা হয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় বিকল অঞ্চল এবং লুজন ও কাতানদুয়ানেসের মূল দ্বীপের দক্ষিণ প্রান্ত এলাকাজুড়ে তীব্র বেগে বাতাস বয়ে যাবে এবং মুষলধারে বৃষ্টি হবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর