ওসি প্রদীপকে পদোন্নতি দেয়া কেন আদালত অবমাননার শামিল নয় জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

আপডেট: November 3, 2020 |
print news

হাইকোর্টের নির্দেশনা না মেনে ওসি প্রদীপকে পদোন্নতি দেয়া কেন আদালত অবমাননার শামিল নয়- তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

স্বরাষ্ট্র সচিব ও আইজিপিসহ চারজনের কাছে এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জুলফিকার আলী জুনু।

নোটিশে আইনজীবী বলেন, পেশাগত অসদারচরণের দায়ে ২০০১ সালে টেকনাফ থানার তৎকালীন এসআই প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় মামলাও হয় তার বিরুদ্ধে। এ নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়। কিন্তু সেটা নিষ্পত্তি হওয়ার আগেই প্রদীপকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর