ট্রাম্পটি ডামটি হ্যাড অ্যা গ্রেট ফল !

আপডেট: November 9, 2020 |
print news

রুদ্ধশ্বাস, হাড্ডাহাড্ডি লড়াই শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তিনি ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন।

স্থানীয় সময় রোববার দিনটি ছিল জো বাইডেনের জন্য নির্বাচিত হওয়ার পর প্রথম দিন। আর ট্রাম্পের জন্য পরাজিত হওয়ার পর প্রথম দিন। এদিন সকাল সকাল গির্জায় যান বাইডেন। সেখানে বেশ কিছুক্ষণ থাকেন। এরপর যান তার বড় ছেলে বেউসের সমাধিতে। সেখানেও কিছুটা সময় কাটান তিনি।

অন্যদিকে ট্রাম্প সকাল সকালই যান গলফ কোর্সে। তিনি যখন গলফ খেলছিলেন তখন কোর্সের বাইরেই ভিড় জমিয়েছিল কট্টর ডেমোক্র্যাট সমর্থকরা। তারা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলছিল ‘কমলালেবু ভূপাতিত হয়েছে।’ কেউ কেউ ইংরেজি রাইমস হামটি, ডামটির সঙ্গে মিল করে ট্রাম্পকে ব্যাঙ্গ করছিল ঠিক এভাবে, ‘ট্রাম্পটি ডামটি হ্যাড অ্যা গ্রেট ফল!’

তথ্যসূত্র: আল জাজিরা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর